
ইসিজি কি? জানতে হলে পোষ্টটি পড়ুনঃ-
কেউ যখন হার্ট-সম্পর্কিত পরীক্ষাগুলির উল্লেখ করেন। তখন এটি আপনার মনে প্রথম আসে।
এটি হার্টের অসুস্থতার নির্ণয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। ইসিজি পরীক্ষাটি
একটি ব্যথাহীন প্রক্রিয়া। যেখানে প্রযুক্তিবিদ আপনার বুকে ইলেক্ট্রোড গুলি লাগিয়ে দেবেন ও
সেগুলি হার্টের স্পন্দন মূল্যায়নে সহায়তা করবে। এটির মাধ্যমে ডাক্তার হার্টের স্পন্দনে
কোনও অস্বাভাবিকত্ব আছে কিনা তা জানতে পারেন। উদাহরণস্বরূপ, মিনিটে খুব বেশি বা কম,
খুব দ্রুত বা ধীর স্পন্দন অথবা স্পন্দন দুটির মধ্যে কোনও অস্বাভাবিকত্ব আছে কিনা।
হার্টের দেয়ালগুলির মধ্যে কোনও ঘন হার্টের দেয়ালের মতো ত্রুটি রয়েছে কিনা, যার ফলে
হার্টের রক্ত সঞ্চালন কঠিন হয়ে যায় তাও সনাক্ত করতে ইসিজি সহায়তা করতে পারে।
এমনকি যদি আপনার আগে হার্ট অ্যাটাক হয়েছিল কিনা ইসিজি পরীক্ষায় তাও জানা যেতে
পারে। ইলেকট্রোকার্ডিওগ্রাফি বা ইসিজি (ইংরেজিতেঃ- Electrocardiography)
হলো একটি হৃৎপিণ্ডের রোগ শনাক্তকরণ পদ্ধতি। যাতে মানব দেহের হৃৎপিণ্ডের কার্যকলাপ
কার্ডিওগ্রাফের সাহায্যে ইলেক্ট্রনিক উপায়ে নিরূপণ ও ধারণ করা হয়। কার্ডিওগ্রাফ মানব
দেহের উপরিতলের বৈদ্যুতিক বিভব পরিমাপ করে এবং কিছু সময়ের জন্য হৃৎপিণ্ডের পেশী
সমূহের কার্যকলাপ সংশ্লিষ্ট বৈদ্যুতিক প্রবাহের একটি ধারাবাহিক রেকর্ড ধারণ করে।
স্বাভাবিক হৃৎপিন্ডের সঙ্গে পরীক্ষাধীন হৃৎপিণ্ডের প্রাপ্ত রেকর্ড তুলনা করে কোন
অস্বাভাবিকতা থাকলে তা নিরূপণ করা হয়। এই রেকর্ড একটি গ্রাফ আকারে পাওয়া যায়।
আমি যে মডেলটি দিয়ে শিক্ষাবো তা হলোঃ- ECG-1103
ইসিজি মেশিনে যেভাবে কাজ করবেন তা নিচে বর্ননা দেওয়া হলোঃ-
১. প্রথমে লাল (Red) বাটন সুইচ টি (On) করতে হবে।
২. Menu বাটনে এক বার কিলিক করতে হবে।
৩. তারপর F3 বাটনে একবার কিলিক করে Advance লেখা আনতে হবে।
৪. Advance লেখা আসলে F4 বাটনে কিলিক করতে হবে এক বার।
৫. তারপর আবার F2 বাটনে কিলিক করতে হবে দুই বার।
৬. দুই বার কিলিক করলে লেখা আসবে ECG Simulation.
৭. ECG Simulation এ “No” লেখা থাকলে F4 বাটনে এক বার কিলিক করে “YES” করতে হবে।
৮. তারপর Menu বাটনে দুই বার কিলিক করতে হবে, এখন গ্রাফস দেখাবে।

৯. Run/Stop বাটনে এক বার কিলিক করতে হবে।
১০. তারপর Elinical information লেখা আসবে।
১১. ID তে যা আছে তাই তাখবে।
১২. F2 বাটনে এক বার কিলিক করে Sex এ পুরুষ (M) লেখার জন্য F5 এবং
মহিলা (F) লেখার জন্য F5 বাটনে কিলিক করতে হবে।
১৩. F2 বাটনে এক বার কিলিক করে Age রুগীর বয়স দেয়ার জন্য F4 বাটনে (কমবে) এবং F5 বাটনে (বাড়বে) কিলিক করতে হবে।
১৪. এবার Run/Stop বাটনে এক বার কিলিক করলে Print হবে।
ভালো লাগলে কিন্তু ফেসবুক পেজ এ লাইক দিতে ভুলে জাবেন না।