
বিকাশ সার্ভিস গুলো নিয়মিত ব্যবহার করে বিকাশ পয়েন্ট অর্জন করুন আর আপনার পয়েন্ট গুলো ব্যবহার করে বিকাশ রিওয়ার্ড সংগ্রহ করুন। বিকাশ রিওয়ার্ডস ব্যবহারকারী হিসাবে আপনি ক্যাশব্যাক এর মতো দারুণ সব অফার পাবেন এবং আপনি আপনার ব্যবহার যোগ্য পয়েন্ট ব্যবহার করে সে গুলো সংগ্রহ করতে পারবেন। আপনি বিভিন্ন বিকাশ সার্ভিস যেমন ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, পে বিল, পেমেন্ট, ট্রান্সফার মানি, মোবাইল রিচার্জ ইত্যাদি নিয়মিত ব্যবহার করে “বিকাশ পয়েন্ট” অর্জন করতে পারবেন। তো আপনার যত বেশি পয়েন্ট তত বেশি ক্যাশ বেক নিন। যত খুশি ততবার।
রিওয়ার্ড পয়েন্টের মেয়াদঃ
রিওয়ার্ড পয়েন্টের মেয়াদকাল ক্যালেন্ডার ১২ মাস। এই সময় শেষে অব্যবহৃত রিওয়ার্ড পয়েন্টের মেয়াদ শেষ হয়ে যাবে। এই শর্ত ১ জানুয়ারি, ২০২২ থেকে কার্যকর হয়েছে । তবে ১ জানুয়ারি, ২০২২-এর আগে অর্জিত রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার না করা হলে, তার মেয়াদ ৩১ জানুয়ারি, ২০২৩-এ শেষ হয়ে যাবে।
তো শুরু করা যাকঃ
প্রথমে বিকাশ অ্যাপ open করেন। এরপর login করেন।

সবুজ চিহ্ন (১) দেখানো জায়গাতে কিলিক করেন।

চিহ্ন (২) দেখানো জায়গাতে কিলিক করেন।

এখানে আপনার অর্জিত পয়েন্ট দেখতে পাবেন।
“সংগ্রহ করুন” এখানে যে কোনো একটি নিন।
আমি চিহ্ন (৩) দেখানো জায়গাতে কিলিক করলাম।

এরপর চিহ্ন (৪) দেখানো জায়গাতে কিলিক করেন।

এখানে একটু খেয়াল করেন।
এই জায়গাই বলছে ৪৫ টাকা বা তার বেশি “পেমেন্ট” করতে হবে।
যদি করেন তাইলে ৪৫ টাকা পাবেন। না করলে পাবেন না।
কম করলে পাবেন না।
তো আমি নিচ্ছি তাই চিহ্ন (৫) দেখানো জায়গাতে কিলিক করলাম।

“সংগৃহীত” লেখা আসলে আপনার পয়েন্ট কেটে নিবে। back করে বিকাশ home পেজে চলে আসেন।

এবার আমাদের কে পেমেন্ট করতে হবে ৪৫ টাকা।
তাই “পেমেন্ট” চিহ্ন (৬) দেখানো জায়গাতে কিলিক করেন।

এখন আমাদের কে পেমেন্ট এর মার্চেন্ট নম্বর এ কিলিক করতে হবে।
তাই “মার্চেন্ট নম্বর” চিহ্ন (৭) দেখানো জায়গাতে কিলিক করে লিখে দিন। এরপর তীর চিহ্নতে কিলিক দিন।

এখন আমাদের কে পেমেন্ট নম্বর এ যে “৪৫” টাকা দিতে বলেছে ঐ টাকা টা দিবো।
তাই “টাকার সংখ্যা” চিহ্ন (৮) দেখানো জায়গাতে কিলিক করে লিখে দিন। এরপর তীর চিহ্নতে কিলিক দিন।

সব ঠিক থাকলে “পাসওয়ার্ড” দিন চিহ্ন (৯) দেখানো জায়গাতে কিলিক করে লিখে দিন। এরপর তীর চিহ্নতে কিলিক দিন।

চিহ্ন (১০) দেখানো জায়গাতে “টিপে” ধরেন।

দেখুন টাকা চলে গেছে। কাজ এ পর্যন্তুই।

প্রমান দেখুন। আমি দুই বারে ৯০ টাকা নিছি।
এই সম্পর্কে আরো তথ্য জানতে বিকাশ সাইট দেখুনঃ কিলিক করুন
ধন্যবাদ।
ভালো লাগলে কিন্তু ফেসবুক পেজ এ লাইক দিতে ভুলে জাবেন না।
আরো অফার সম্পর্কে জানতে ভিজিট করুন.