
Annotatebd App A Je Subidha Gulo Paben
আসসালামু আলাইকুম
আমি আসা করছি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। নানান ব্যস্ততার কারণে Annotatebd তে পোষ্ট লেখার সময় হয় না! তবে আজকে “Annotatebd App” নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, আমি মোঃ বাধন।
আমরা এই পোষ্ট থেকে অ্যাপ সম্পর্কে জানবোঃ
চলে এলো Annotatebd Official App. এই অ্যাপ এ অনেক সুবিধা পাবেন। যেমনঃ
১. এই অ্যাপ ব্যবহার করলে কোনো প্রকার রিক্স থাকবে না।
২. কোনো দিনো কন্টাক নম্বর ও ফাইল এক্সেস পারমিশন চাইবে না। অর্থাৎ কোনো কিছুর পারমিশন চাইবে না। তাই হ্যাক হবার কোনো চান্স নেই।
৩. এই অ্যাপ এ কখনো এড শো করবে না। আপনারা এখন বলতে পারেন যে অ্যাপ ওপেন হলে এড আসে কেনো? আচ্ছা আমি এর উঃ বলে দিচ্ছি। আপনারা যে এড দেখছেন তা হলো শুধু মাত্র ওয়েবসাইট এর এড। এটা অ্যাপ এর এড না।
৪. এই অ্যাপ মাসে এক বার আপডেট করা হবে। ১ তারিখ। তাই লক্ষ রাখবেন।
প্রথমে অ্যাপ টি ডাউনলোড করুনঃ
অ্যাপ এর নামঃ Annotatebd
অ্যাপ এর সাইজঃ ১৫.২ এমবি
প্রথম প্রকাশঃ ২৯-১০-২০২২
প্রথম ভার্শনঃ ১.০
আপডেট প্রকাশঃ ০১-০৩-২০২৩
আপডেট ভার্শনঃ ১.৪
বর্তমান সময়ে যে সুবিধা পাবেন। তা হলোঃ
১. এখানে ওয়েব সাইট টি ভিজিট করতে পারবেন।
২. ফেসবুক পেজ এ ফলো করতে পারবেন।
৩. টেলিগ্রাম চেনেল এ জয়েন হতে পারবেন।
৪. টেলিগ্রাম গুরুপ এ জয়েন হতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন।


আপডেট করা হয়েছেঃ ০১-০১-২০২৩
এই আপডেট এ যা পাবেনঃ
নতুন একটি অপশন অ্যাড করা হয়েছে। যাতে রয়েছে নানান রকমের সুবিধা। যথাঃ-
১. ডিকশনারি তে পাবেন ইং শব্দ, বাং উচ্চারন, বাং অর্থ। (মোট ১০০ টি শব্দ ও সার্চবার অ্যাড করা হয়েছে)
২. কুরআন শরিফ পাবেন। তাতে থাকবে আরবি, ইংরেজিতে উচ্চারণ, বাংলাই উচ্চারণ, বাংলা অর্থ সহ।
(১১৪ টি সূরার নাম ও সার্চবার অ্যাড করা হয়েছে। ০৮ টি সূরা সম্পূণ্য অ্যাড করা হয়েছে। ১.ফাতিহা ২.বাকারা ১০৯.কাফিরুন ১১০.নাসর ১১১.লাহাব ১১২.ইখলাস ১১৩.ফালাক ১১৪.নাস)
আপনার চোখে কোনো প্রকার ভুল ধরা পড়লে অবশ্যই msg করে জানাবেন।
৩. এর সব কিছুই অনলাইন ও অফলাইন এ ব্যবহার করতে পারবেন।
৪. তাও আবার এড মুক্ত।
৫. এটি সম্পূণ্য ফ্রি তে ব্যবহার করতে পারবেন।





নতুন আপডেট করা হয়েছেঃ ০১-০২-২০২৩
এই আপডেট এ যা পাবেনঃ
নতুন একটি অপশন অ্যাড করা হয়েছে। যাতে রয়েছে নানান রকমের সুবিধা। যথাঃ-
১. নামাজের সময় সূচি পাবেন। (কাজ চলছে)
২. রমজানের সেহরি ও ইফতারের সময় সূচি পাবেন। (৬০% কাজ শেষ)
৩. বয়স মাপার ক্যালকুলেটর (অ্যাড করা হয়েছে)
৪. ক্যালেন্ডার ১২ মাস (ইংরেজি, বাংলা, আরবী) (অ্যাড করা হয়েছে)
৫. এর সব কিছুই অনলাইন ও অফলাইন এ ব্যবহার করতে পারবেন।
৬. তাও আবার এড মুক্ত।
৭. এটি সম্পূণ্য ফ্রি তে ব্যবহার করতে পারবেন।









নতুন আপডেট করা হয়েছেঃ ০১-০৩-২০২৩
এই আপডেট এ যা পাবেনঃ
১. রমজানের সেহরি ও ইফতারের সময় সূচি পাবেন। (৭০% কাজ শেষ)
ভবিষ্যৎ এ যা পাবেন। তা হলোঃ
নতুন আপডেট করা হবেঃ ২৫-০৩-২০২৩ আপডেট ভার্শন হবেঃ ১.৫
১. ডিকশনারি পাবেন। (আগের সাথে যোগ করে আরো ৫০ টি শব্দ অ্যাড করা হবে)
২. কুরআন শরিফ পাবেন। তাতে থাকবে আরবি-ইংরেজিতে উচ্চারণ-বাংলাই উচ্চারণ-বাংলা-অর্থ সহ। ০৪ টি সূরা সম্পূণ্য অ্যাড করা হবে। {এবার অ্যাড করা হয়নি}
৩. হাদিস পাবেন। {এবার অ্যাড করা হয়নি}
৪. নামাজের সময় সূচি পাবেন। (কাজ চলছে)
৫. রমজানের সেহরি ও ইফতারের সময় সূচি পাবেন। (৭০% কাজ শেষ)
৬. বয়স মাপার ক্যালকুলেটর (অ্যাড করা হয়েছে)।
৭. ক্যালেন্ডার ১২ মাস (ইংরেজি, বাংলা, আরবী)।
৮. এর সব কিছুই অনলাইন ও অফলাইন এ ব্যবহার করতে পারবেন।
৯. তাও আবার এড মুক্ত।
১০. এটি সম্পূণ্য ফ্রি তে ব্যবহার করতে পারবেন।
আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ! লেখা থেকে শুরু করে কোনো তথ্যে যদি ভুল হয়ে থাকে। তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ও ভুল গুলো ধরিয়ে দিবেন। শুধরে নিবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে আগামীতে দেখা হবে নতুন কিছু নিয়ে ইনশাআল্লাহ।
Annotatebd App A Je Subidha Gulo Paben
ফেসবুক পেজ ফলো করুন। টেলিগ্রাম চেনেল এ জয়েন করুন। টেলিগ্রাম গুরুপ এ জয়েন করুন। আরো রিভিউ জানতে
I really appreciate the information man thank you!
wellcome & thanks for comment