
Salat Adayer Chohih Poddhoti part 1
বিসমিল্লা-হির রহমা-নির রহীম
আল্লাহ বলেন, ‘আর তুমি ছালাত কায়েম কর আমাকে স্মরণ করার জন্য।
- সূরা ত্বো-হা:- ১৪
রাসূলুল্লাহ (সাঃ) বলেন, ‘তোমরা ছালাত আদায় কর সেভাবে, যেভাবে আমাকে ছালাত আদায় করতে দেখছ’।
- বুখারী হা/৬৩১,
- ৬০০৮, ৭২৪৬;
- মিশকাত হা/৬৮৩
পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে সালাত আদায়ের ছহীহ পদ্ধতি।
ওযূর ছহীহ পদ্ধতি
- মনে মনে ওযূর নিয়ত করা।
- বুখারী হা/১
- মুসলিম হা/১৯০৭
- মিশকাত হা/১
- ওযূর পূর্বে ভালভাবে মিসওয়াক করা।
- বুখারী হা/৮৮৭
- মুসলিম হা/২৫২
- মিশকাত হা/৩৭৬
- ‘বিসমিল্লাহ’ বলা।
- তিরমিযী হা/২৫
- ইবনু মাজাহ হা/৩৯৭
- মিশকাত হা/৪০২
- সনদ হাসান।
- ডান হাতে পানি নিয়ে দুই হাত কব্জি সহ ধৌত করবে এবং আঙ্গুল সমূহ খিলাল করবে।
- আবুদাউদ, হা/১০৮
- মিশকাত হা/৪০১
- সনদ ছহীহ
- বুখারী, হা/১৫৯
- (ইফাবা, হা/১৬১)
- মিশকাত, হা/২৮৭
- তিরমিযী, হা/৭৮৮
- নাসাঈ, হা/১১৪
- মিশকাত হা/৪০৫
- সনদ ছহীহ
- ডান হাতে পানি নিয়ে একই সঙ্গে মুখে ও নাকে দিবে ও ভালভাবে নাক ঝাড়বে।
- বুখারী, হা/১৯১
- (ইফাবা, হা/৯০)
- মুসলিম, হা/২৩৫
- (ইফাবা হা/৪৪৬)
- মিশকাত হা/৩৯৪ ও ৪১২
- কপালের গোড়া থেকে দুই কানের লতী হয়ে থুৎনীর নীচ পর্যন্ত গোটা মুখমণ্ডল ধৌত করবে এবং এক অঞ্জলি পানি নিয়ে থুৎনীর নীচে দিয়ে দাড়ি ভালভাবে খিলাল করবে।
- বুখারী, হা/১৫৯
- (ইফাবা, হা/১৬১)
- মিশকাত, হা/২৮৭
- আবুদাউদ, হা/১৪৫
- তিরমিযী হা/৩১
- সনদ ছহীহ)
- প্রথমে ডান ও পরে বাম হাত কনুই সহ ভালভাবে ধৌত করবে।
- বুখারী, হা/১৪০
- (ইফাবা, হা/১৪২)
- নতুন করে পানি নিয়ে দু’হাতের ভিজা আংগুলগুলো মাথার সম্মুখ হতে পিছনে ও পিছন হতে সম্মুখে বুলিয়ে একবার পুরা মাথা মাসাহ করবে। সাথে সাথে ভিজা শাহাদাত আংগুল দ্বারা কানের ভিতর অংশে ও বুড়ো আংগুল দ্বারা পিছন অংশে মাসাহ করবে।
- মুসলিম হা/৫৮২
- (ইফাবা হা/৪৫০)
- মিশকাত হা/৪১৫
- বুখারী হা/১৮৫
- (ইফাবা হা/১৮৫)
- মিশকাত হা/৩৯৪
- নাসাঈ হা/১০২
- আবুদাউদ হা/১৩৭
- মিশকাত হা/৪১৩
- ডান ও বাম পায়ের টাখনু সহ ভালভাবে ধৌত করবে ও বাম হাতের কনিষ্ঠ আংগুল দ্বারা পায়ের আংগুলসমূহ ভালভাবে খিলাল করবে।
- বুখারী, হা/১৮৫
- (ইফাবা হ/১৮৫)
- মিশকাত হা/৩৯৪
- আবুদাউদ হা/১৪৮
- তিলিহী হা/৪০
- মিশকাত হা/৪০৬-০৭
- অতঃপর ওযূ শেষে বাম হাতে কিছু পানি নিয়ে লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিবে।
- আবুদাউদ, হা/১৬৮ এবং হা/৩২-৩৩
- মিশকাত হা/৩৬১
- সনদ ছহীহ
- পরিশেষে ওযু শেষ করে নির্ধারিত দু’আ পাঠ করবে।
- মুসলিম, হা/২৩৪
- তিরমিযী, হা/৫৫
- মিশকাত হা/২৮৯
Salat Adayer Chohih Poddhoti part 1
ছালাতের ছহীহ পদ্ধতি
নিয়ত
- প্রথমে মনে মনে সালাতের নিয়ত করবে।
- বুখারী, হা/১
- মিশকাত, হা/১
- মুখে নিয়ত পাঠের প্রচলিত প্রথা শরী’আতে নতুন সৃষ্টি।
- এমনকি জায়নামাযের দু’আ হিসেবে প্রচলিত ইন্নী ওয়াজ্জাহ্তু…’ পাঠ করাও সুন্নাত পরিপন্থী।
তাকবীরে তাহরীমা
- ক্বিবলামুখী হয়ে সালাতে দাঁড়িয়ে ‘আল্ল-হু আকবার’ বলে ‘তাকবীরে তাহরীমা’ সহ দু’হাত কান অথবা কাঁধ বরাবর উঠাবে।
- বুখারী, হা/৭৩৫ ও ৬৬৬৭
- ছহীহ মুসলিম, হা/৩৯১
- (ইফাবা, হা/৭৬৯)
- আবুদাউদ, হা/৭২৬
- মিশকাত, হা/৭৯০ ও ৭৯৩
- অতঃপর বাম হাতের উপর ডান হাত কনুই বরাবর রাখবে অথবা বাম হাতের কব্জির উপর ডান হাতের কব্জি রেখে বুকের উপরে হাত বাঁধবে।
- ছহীহ বুখারী হা/৭৪০
- (ইফার হা/৭০৪)
- নাসাঈ হা/৮৮৯
- আবুদাউদ হা/৭২৭
- ইবনু খুষায়মাহ হা/৪৮০
- ইবনু হিব্বান হ/১৮৬০
- সনদ ছহীহ
- সালাতে বুকে হাত বাঁধার ক্ষেত্রে নারী-পুরুষের মাঝে কোন পার্থক্য নেই। নারী-পুরুষ উভয়েই বুকের উপর হাত বাঁধবে।
- মির’আতুল মাফাতীহ ১/৫৫৮ পৃ. ও ৩/৫১ পৃ.
- ফিকহুস সুন্নাহ ১/১০৯ পৃ.
- এসময় বিনম্রচিত্তে সিজদার স্থানে দৃষ্টি রাখবে।
- মুস্তাদরাক হাকিম হা/১০৭৬১
- বায়হাকী সুনানুল কুবরা হা/১০০০৮
- সনদ ছহীহ
- ইরওয়াউল গালীল হা/৩৫৪ – এর আলোচনা দ্র.
- জামা’আতের সাথে ছালাত আদায় করলে কাতারের মাঝে পরস্পরের পায়ের সাথে পা টাখনুর সাথে টাখনু এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবে।
- আবুদাউদ, হা/৬৬২ ৬৬৬
- মিশকাত হা/১১০২
- সনদ ছহীহঃ বুখারী হা/৭২৫
- (ইফাবা হা/৬৮৯)
- ত্বাবারাণী আল-মু’জামুল আওসাত হা/৫৭৯৫
- মুছান্নাফ ইবনু আবী শায়বাহ হা/৩৮২৪
- সনদ ছহীহ
- অতঃপর ছানা পাঠ করবে।
- বুখারী হা/৭৪৪
- (ইফাবা হা/৭০৮)
- মিশকাত হা/৮১২৭
‘আউযুবিল্লাহ’ ও ‘বিসমিল্লাহ’ সহ সূরা আল-ফাতিহা পাঠ করা
- ছানা পাঠের পর প্রথম রাক’আতে ‘আ’উযুবিল্লাহিস সামীইল ‘আলীমিমিনাশ শায়ত্বা-নির রজীম মিন হাম্ষহি ওয়া নাখিহি ওয়া নাছিহি’বলবে।
- আবুদাউদ হা/৭৭৫
- তিরমিযী হা/২৪২
- সনদ ছহীহ
- অতঃপর ‘বিসমিল্লা-হির রহমা-নির রহীম’ সহ সূরা আল-ফাতিহা পাঠ করবে।
- বুখারী হা/৭৫৬
- (ইফাবা হা/৭২০)
- ছহীহ মুসলিম হা/৩৯৪, ৩৯৫, ৩৯৬
- (ইফাবা হা/৭৫৮, ৭৫৯, ৭৬০, ৭৬২)
- মিশকাত হা/৮২২ ও ৮২৩
- দারাকুৎনী হা/১২০২
- বায়হাকী সুনানুল কুবরা হা/২৪৮৬
- সনদ ছহীহ
- অন্যান্য রাক’আতে কেবল ‘বিসমিল্লা-হির রহমা-নির রহীম বলবে। তবে জেহরী ছালাত তথা ফজর, মাগরিব ও এশার ছালাতে ‘বিসমিল্লা-হ’ নীরবে বলবে।
- বুখারী হা/৭৪৩
- (ইকাবা হা/৭০৭)
- মুসলিম হা/৩৯৮
- মিশকাত হা/৮২৪
- ফজর, মাগরিব ও এশার ছালাতে সূরা আল-ফাতিহা শেষে উচ্চৈঃস্বরে ‘আমীন’বলবে।
- বুখারী হা/৭৮০
- (ইফাবা হা/৭৪৪ ও ৭৪৬)
- মুসলিম হা/৪১৩
- আবুদাউদ হা/৯৩২ ও ৯৩৩
- তিরমিযী হা/২৪৮
- ইবনু মাজাহ হা/৮৫৬)
- কিরাআত শেষে ইমাম ‘আমীন’ বলা শুরু করার সাথে সাথে মুক্তাদীও তার সাথে মিলে ‘আমীন’ বলবে।
- বুখারী হা/৭৮০
- (ইফাবা হা/৭৪৪, ৭৪৬)
- মুসলিম হা/৪১০
- আবুদাউদ হা/৯৩২, ৯৩৩
- তিরমিযী হা/২৪৮
- ইবনু মাজাহ হা/৮৫৬
- উক্ত জেহরী ছালাত তথা ফজর, মাগরিব ও এশার ছালাতে মুক্তাদীগণ ইমামের সাথে সাথে শুধু সূরা আল-ফাতিহা পাঠ করবে।
- বুখারী হা/৭৫৬
- (ইফাবা হা/৭২০)
- মুসলিম হা/৩৯৪, ৩৯২, ৩৯৬
- (ইফাবা হা/৭৫৮, ৭৫৯, ৭৬০, ৭৬২)
- ছহীহ ইবনু হিব্বান হা/১৮৪১
- মুসনাদু আবী ইয়ানা হা/২৮০৫
ক্বিরাআত
- ইমাম কিংবা একাকী মুছল্লী হলে প্রথম দু’রাক’আতে সূরা আল- ফাতিহা পাঠের পর কুরআনের অন্য কোন সূরা বা কিছু আয়াত তেলাওয়াত করবে। আর মুক্তাদী হলে জেহরী তথা ফজর, মাগরিব ও এশার ছালাতে ইমামের সাথে সাথে চুপে চুপে কেবল সূরা আল- ফাতিহা পাঠ করবে ও ইমামের ক্বিরাআত মনোযোগ দিয়ে শ্রবণ করবে।
- বুখারী হা/৭৫৬
- (ইফাবা হা/৭২০)
- মুসলিম হা/৩৯৪, ৩৯৫, ৩৯৬
- (ইফাবা হা/৭৫৮, ৭৫৯, ৭৬০, ৭৬২)
- ছহীহ ইবনু হিব্বান হা/১৮৪১
- মুসনাদে আবী ইয়ালা হা/২৮০৫
- তবে যোহর ও আছরের ছালাতে ইমাম মুক্তাদী সকলেই প্রথম দু’রাকআতে সূরা আল-ফাতিহা সহ অন্য সূরা পড়বে এবং শেষের দু’রাক’আতে কেবল সূরা আল-ফাতিহা পাঠ করবে।
- ইবনু মাজাহ হা/৮৪৩
- ইরওয়াউল গালীল হা/৫০৬
- সনদ ছহীহ
- বুঝারী হা/৭৭৬
- মিশকাত হা/৮২৮
রুকূ
- ক্বিরাআত শেষে ‘আল্ল-হু আকবার’ বলে দু’হাত কাঁধ অথবা কান পর্যন্ত উঠিয়ে ‘রাফউল ইয়াদায়েন’ করে রুকূতে যাবে।
- বুখারী হা/৭৩৫, ৭৩৬, ৭৩৭, ৭৩৮, ৭৩৯
- (ইফাবা হা/৬৯৯-৭০৩)
- মুসলিম হা/৩৯০, ৩৯১
- (ইফাবা, হা/৭৪৫-৭৪৯)
- এ সময় হাঁটুর উপরে দু’হাতে ভর দিয়ে পিঠ ও মাথা সোজা ও সমান্তরাল রাখবে এবং বাহুসহ দুই হাত ও হাঁটুসহ দুই পা শক্ত করে সোজা রাখবে।
- মুসলিহ হা/৪৯৮
- মিশকাত হা/৭৯১
- বুখারী হা/৮২৮
- মিশকাত হা/৭৯২
- আবুদাউদ হা/৮৫৯
- অতঃপর কমপক্ষে তিনবার নির্ধারিত দু’আ পাঠ করবে। এক্ষেত্রে উক্ত দু’আ তিনের অধিক সংখ্যকবার পাঠ করা যায়।
- বুখারী হা/৭৯৪ ও ৮১৭
- ইবনু মাজাহ হা/৮৮৮
- ইরওয়াউল গালীল হা/৩৩৩
- সনদ ছহীহ
- আবুদাউদ হা/৮৮৫
Salat Adayer Chohih Poddhoti part 1
সালাত আদায়ের ছহীহ পদ্ধতি (শেষ পর্বঃ- ২)
ভালো লাগলে কিন্তু ফেসবুক পেজ এ লাইক দিতে ভুলে জাবেন না।
আরো নামাজ সম্পর্কে জানতে ভিজিট করুন.