বিকাশ কে না বলুন

বিকাশ কে না বলুন তার কারণ জানতে সম্পূন্য লেখাটি পড়ুনঃ-

প্রিয় নাম্বারে সেন্ড মানি ফ্রি!

প্রিয় নাম্বারে সেন্ড মানি একজন বিকাশ গ্রাহক একটি ক্যালেন্ডার মাসে প্রিয় নাম্বার হিসাবে ৫ টি বিকাশ গ্রাহক একাউন্ট নাম্বার (এজেন্ট বা মার্চেন্ট নম্বর নয়) যুক্ত করতে পারবেন। প্রতি ক্যালেন্ডার মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত প্রিয় নাম্বারগুলোতে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না। প্রতি মাসে ২৫,০০০.০১ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত প্রিয় নাম্বারে লেনদেনের ক্ষেত্রে ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে। প্রিয় নাম্বারে মাসিক লেনদেন ৫০,০০০ টাকার বেশি হলে, প্রতি লেনদেনের ক্ষেত্রে  ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে। উপরে উল্লিখিত লিমিট অনুযায়ী, বর্ডার লেনদেনের  ক্ষেত্রে, উচ্চতর চার্জ প্রযোজ্য হবে।

উদাহরণ: একজন গ্রাহক ইতিমধ্যে ১ মাসে ২৪,৫০০ টাকা প্রিয় নাম্বারে সেন্ড মানি করেছেন। এখন যদি তিনি একটি প্রিয় নাম্বারে আরো ৬০০ টাকা পাঠাতে চান, (মোট ২৫,১০০ টাকা), তাহলে এই লেনদেনের জন্য ৫ টাকা চার্জ প্রযোজ্য  হবে। একইভাবে, একজন গ্রাহক ইতিমধ্যে ১ মাসে ৪৯,৫০০ টাকা প্রিয় নাম্বারে সেন্ড মানি করেছেন। এখন যদি তিনি একটি প্রিয় নাম্বারে আরো ৬০০ টাকা পাঠাতে চান, (মোট ৫০,১০০ টাকা), তাহলে এই লেনদেনের জন্য ১০ টাকা চার্জ প্রযোজ্য  হবে। একজন গ্রাহকের যে কোনো মুহুর্তে সর্বোচ্চ ৫ টি প্রিয় নাম্বার থাকতে পারবে।

‘প্রিয় নাম্বারে সেন্ড মানি’ ফিচারটি বিকাশ অ্যাপ এবং ইউএসএসডি (*২৪৭# ডায়াল করে) উভয় চ্যানেল থেকে পাওয়া যাবে। প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো নাম্বারে সেন্ড মানি  প্রতি মাসে প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো নাম্বারে .০১ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি’র ক্ষেত্রে  ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে। প্রতি মাসে প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো নাম্বারে ২৫,০০০ টাকার বেশি যেকোনো পরিমাণ সেন্ড মানি’র ক্ষেত্রে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে। উপরে উল্লিখিত লিমিট অনুযায়ী, বর্ডার লেনদেনের  ক্ষেত্রে, ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে। উদাহরণ: একজন গ্রাহক ১ মাসে ইতিমধ্যে ২৪,৫০০ টাকা প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো নাম্বারে সেন্ড মানি করেছেন। এখন যদি তিনি একটি আরো ৬০০ টাকা পাঠাতে চান, (মোট ২৫,১০০ টাকা), তাহলে এই লেনদেনের জন্য ১০ টাকা চার্জ প্রযোজ্য  হবে। বিকাশ অ্যাপ এবং ইউএসএসডি (*২৪৭# ডায়াল করে) উভয় চ্যানেলের জন্য প্রযোজ্য।

ব্রাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা যেনো দিনে দিনে মাথায় উঠে বসতেছে,গ্রাহক সংখ্যা বেশি হওয়ায় মূলত এই অবস্থা।যেখানে নগদের ক্যাশ আউট খরচ ৯.৯৯ সেখানে বিকাশ খরচ নেয় ১৭.৫০ পয়সা।নগদ,রকেট যেখানে এপ্লিকেশন টু এপ্লিকেশন যে কোনো এমাউন্ট সেন্ড মানি ফ্রি করে রেখেছে সেখানে বিকাশ আগে থেকেই ৫ টাকা সেন্ট মানি চার্জ নিতো যদি সেটা ৫০০ এর উপরে ট্রানজেকশন হয়।

সমালোচনার ঝড় তো ওর কম বইছে না? খোদ নগদ বিভিন্ন এডস করে তাদের ধুইয়ে দিচ্ছে যেমন ৫ টাকা চার্জের এর জন্য ব তে বেকুব না হয়ে ন তে নগদে চলে আসুন,২০ টাকার দিন শেষ ৯.৯৯ টাকায় নগদের বাংলাদেশ।এতো কিছুর পরেও গ্রাহকরা মনে করেছিলো তাদের চার্জ হয়তো কিছুটা কমার কথা বা সেন্ড মানি এপ টু এপ ফ্রি করে দিবে কিন্তু না বিকাশ এবার আনলো বিশাল এক পরিবর্তন যাতে আপনি বাধ্য হবেন এই চুলের সার্ভিস ত্যাগ করতে,হ্যাঁ আপনি ঠিকি শুনেছেন আজ ১লা মার্চ থেকে যদি বিকাশ এপ থেকে যে কোনো নাম্বারে ৫০ টাকাও সেন্ড মানি করেন সেটার জন্য ৫ টাকা চার্জ কাটবে।

তো আশা করি বিষয় টা বুঝতে পেরেছেন যে কি জন্য বিকাশ কে না বলতে বলেছি।

ভালো লাগলে কিন্তু ফেসবুক পেজ এ লাইক দিতে ভুলে জাবেন না।
আরো অফার সম্পর্কে জানতে ভিজিট করুন.

২ thoughts on “বিকাশ কে না বলুন”

Leave a Comment