
সূরা আল ইমরান (سورة آل عمران)
শ্রেণী | মাদানী |
নামের অর্থ | ‘ইমরানের পরিবার’ বা ‘ইমরানের বংশধর’ |
পরিসংখ্যান
সূরার ক্রম | ৩ |
আয়াতের সংখ্যা | ২০০ |
পারার ক্রম | ৩ পারা (১-৯১ আয়াত) ৪ পারা (৯২-২০০ আয়াত) |
রুকুর সংখ্যা | ২০ |
সিজদাহ্র সংখ্যা | নেই |
পূর্ববর্তী সূরা ← | সূরা আল-বাকারা |
পরবর্তী সূরা → | সূরা আন নিসা |
আরবি আয়াত এবং বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
নাম করণ
এই সূরার ৩৩ থেকে ৩৫ নং আয়াতে ‘‘আলি-ইমরান’’ বা ‘ইমরানের বংশধরদের’ কথা বলা হয়েছে । একেই আলামত হিসেবে এর নাম গণ্য করা হয়েছে। (এই সূরাটির নামের শুদ্ধ উচ্চারণ হলো ‘আলি ইমরান’)। ইমরান হলেন ঈসা (আ.) এর নানা।
বিঃদ্রঃ কোনো ভুল থাকলে কমেন্ট করে জানাবেন এবং ক্ষমার চোখে দেখবেন।
ভালো লাগলে কিন্তু ফেসবুক পেজ এ লাইক দিতে ভুলে জাবেন না।
আরো তথ্য পেতে ভিজিট করুন.